Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সকল পরিবর্তনের কৃতিত্ব অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির: ইশান্ত শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য ইশান্ত শর্মা। ক্যারিয়ারের মাঝ পথে ইনজুরি এবং অফ ফর্মের কারণে জাতীয় দলে অনিয়মিত ছিলেন এই পেসার। ২০১৮-১৯ মৌসুমে আইপিএলেও দল পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে সফল হয়েছেন তিনি। হয়ে উঠেছেন ভারতের টেস্ট দলের অপরিহার্য সদস্য।

ইশান্ত বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন রঞ্জি ট্রফিতে। ফিরোজ শাহ কোটলায় দিল্লির হয়ে হায়দরাবাদের বিপক্ষে খেলার মাঝে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এই পেসার জানিয়েছেন, তাঁর এই পরিবর্তনের কৃতিত্ব অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির।

তাঁর বোলিং সংক্রান্ত সমস্যার সমাধানের উপায় বাতলে দিয়েছিলেন এই সাবেক অজি পেসার। সেই পরামর্শ মেনেই সফল হচ্ছেন তিনি। ভারতের স্থানীয় কোচরা শুধু সমস্যার কথা বলতে পারেন, তাঁরা সমাধানের পথ খুঁজে দিতে পারেন না বলেও অভিযোগ করেছেন ইশান্ত।

তিনি বলেছেন, ‘ভারতে সমস্যা হল, সবাই সমস্যার কথা বলে কিন্তু কেউ সমাধানের কথা বলে না। সমস্যার সমাধান জানা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বুঝতে পেরেছি, দু-একজন ব্যক্তিই সমস্যার সমাধানের কথা বলে দিতে পারেন। সমস্যার কথা সবাই বলতে পারে, কিন্তু একজন ভাল কোচ সমাধানের কথা বলে দিতে পারেন।'

ইশান্ত ২০১৮-১৯ মৌসুমে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলেছেন। দলটির প্রধান কোচ হিসেবে ছিলেন গিলেস্পি। সেখানেই ইশান্তকে বোলিংয়ের সমস্যা সমাধানের বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন গিলেস্পি।

এ প্রসঙ্গে ইশান্ত বলেন, 'অনেকেই আমাকে বলতেন, ফুল লেংথের বলের গতি বাড়াতে হবে। কিন্তু কেউ বলতেন না সেটা কীভাবে করতে হবে। আমি যখন কাউন্টি ক্রিকেট খেলতে যাই, তখন জেসন গিলস্পি আমাকে সমাধান বাতলে দেন। তিনি আমাকে বলেন, ফুল লেংথের বলের গতি বাড়াতে হলে শুধু এমনভাবে বল ছাড়তে হবে যাতে পিচে পড়ে হাঁটুর উচ্চতায় ওঠে।’

Bootstrap Image Preview