Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অতিমানবীয় পারফরম্যান্সের কারণেই বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব: হার্শা ভোগলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা বর্ষসেরা একাদশ নির্বাচন করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ভারতের এই ক্রিকেট বিশেষজ্ঞের নির্বাচন করা টেস্ট এবং টি-টোয়েন্টি একাদশে নাম নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের। বর্ষসেরা ওয়ানডে একাদশে নাম আছে সাকিব আল হাসানের।

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের এই অতিমানবীয় পারফরম্যান্সের কারণেই হার্শার বর্ষসেরা ওয়ানডে একাদশে নাম আছে তাঁর।  

সাকিবকে একাদশে বিবেচনা করার সময় হার্শা বলেন, 'পাঁচ এবং ছয় নম্বরে দুজন অসাধারণ অলরাউন্ডারকে বিবেচনা করায় আমরা ভাগ্যবান। আমার দলের পাঁচ নম্বর ক্রিকেটার বিভিন্ন কারণে ক্রিকেট থেকে দূরে আছে। তবে এটা কোনো ব্যাপার না।

সে বিশ্বকাপে অসাধারণ খেলেছে। তাঁর গড় ৯৩। তাঁর স্ট্রাইক রেটও নব্বইয়ের ঘরে। সে পাঁচ নম্বরেও ব্যাটিং করতে পারে, পুরো দশ ওভার বোলিং করতে পারে। যেকোনো দলকে সে ভারসাম্য এনে দিতে পারে। 

এদিকে তিনটি আলাদা একাদশেই নাম আছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করার সময় শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বরঞ্চ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর পারফরম্যান্সও বিবেচনায় আনেন হার্শা। 

হার্শার বর্ষসেরা ওয়ানডে দলঃ রোহিত শর্মা, জেসন রয়, বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, জস বাটলার, মিচেল স্টার্ক, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ ও কুলদিপ যাদব।

হার্শার বর্ষসেরা টেস্ট দলঃ মায়াঙ্ক আগারওয়াল, টম লাথাম, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বেন স্টোকস, বেন ওয়াটলিং, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও নেইল ওয়াগনার।

হার্শার বর্ষসেরা টি-টোয়েন্টি দলঃ ডেভিড ওয়ার্নার, লোকেশ রাহুল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবি, ক্রিস জর্ডান, দীপক চাহার, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির।

Bootstrap Image Preview