Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ, পাকিস্তান সিরিজ নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ায় সিরিজটি আয়োজন করতে পিসিবির হাতে অনেক সময় আছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তাই বিসিবিকে সিদ্ধান্ত নিতে সময় দিতে বলেছেন রশিদ। 

জানুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়ে বিবেচনা করছে বিসিবি। তবে পিসিবির চাওয়া সম্পূর্ণ সিরিজটি হোক পাকিস্তানে।

বিসিবির শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাওয়ার ভাবনাকে সমর্থন দিয়েছেন রশিদ। টেস্ট সিরিজ নিয়ে সিদ্ধান্তটা বাংলাদেশের ওপর ছেঁড়ে দিতে বলেছেন তিনি। সম্প্রতি পিটিভি স্পোর্টসে গেম অন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

রশিদ বলেন, `পাকিস্তানের তাড়াহুড়া করা উচিৎ নয়। তাঁদের উচিৎ বাংলাদেশকে সময় দেয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আসুক, টি-টোয়েন্টি খেলুক। এরপর বিসিবিকে সময় দেয়া হোক সিদ্ধান্ত নেয়ার। আপনি কখন খেলতে চান। পাকিস্তানের কাছে অনেক সময় আছে।'

`ওরা যদি ২০২১ পর্যন্ত না আসে তখন পাকিস্তান চাইলে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে। তৃতীয় দল নিয়ে আসলে চাপ কাদের ওপর থাকবে? বাংলাদেশের ওপর। ২০২১ সালের মার্চ পর্যন্ত পাকিস্তান কোনো পয়েন্ট পাবে না যদি বাংলাদেশ আমাদের এখানে খেলতে না আসে।' রশিদ আরও বলেন।

পাকিস্তান সিরিজ নিয়ে কয়েকদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, `আমরা এখনও নিশ্চিত নই যে টি-টোয়েন্টিতে আমরা নিয়মিত দল পাঠাতে পারব কিনা। এটা পাকিস্তানের বোঝা উচিত। আমাদের দিকটাও তাদের বোঝা উচিত।’২০২০ সালের ২১ জানুয়ারি পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দলটির। এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা রয়েছে দুই দলের মাঝে। 

Bootstrap Image Preview