Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯৯ উইকেটে তিন ফরম্যাটে বছরের সর্বোচ্চ উইকেট শিকারি কামিন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


২০১৯ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৯৯টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এই পেসার তিন ফরম্যাট মিলিয়ে এই বছরের সর্বোচ্চ উইকেট শিকারি।

এই বছর ৩১টি টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই গতি তারকা। তিন ফরম্যাট মিলিয়ে বছরের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পাশপাশি টেস্ট ক্রিকেটেও এই বছর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

গত কয়েক বছরে দারুণ বোলিং পারফরম্যান্সের জন্য সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ডাক পান কামিন্স। আইপিএলের ২০২০ সালের নিলামে তাঁকে ১৫.৫ কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের নিলামে এর আগে এতো বেশি দামে বিক্রি হয়নি কোনো বিদেশি ক্রিকেটার। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের ভিত্তিমূল্য ছিল দুই কোটি টাকা।

এ ছাড়া মোহাম্মদ শামি এই বছরে উইকেট নিয়েছেন ৭৭টি। এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ভারতের এই পেসার। ২০১৯ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামি (৪২টি)।

Bootstrap Image Preview