পাকিস্তানের মাটিতে বাংলদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়।তবে পাকিস্তান সফরের কোন ক্রিকেটার যেতে রাজি না হলে, চাপ প্রয়োগ করে পাঠানো হবে না সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে জানা গিয়েছে,সাতদিনের তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য পাকিস্তান যেতে রাজি সব ক্রিকেটারই। সেই জন্য নাকি দলো ঠিক করা হয়ে গিয়েছে।আগামী মাসের ৭-৮ তারিখের মধ্যে দল ঘোষণা হতে পারে।
এদিকে, বিসিবির কাছে পিসিবি যে চিঠি দিয়েছে, সেখানেও পরিস্কার বলা আছে, ‘অবশ্যই আমরা শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট সিরিজেও বাংলাদেশকে চাই।’
পিসিবির এমন প্রস্তাবে বিসিবির বক্তব্য অনেকটা এরকম, ‘আামরা আগে এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আসি। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।’ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও এক কথা সরাসরি মিডিয়াকে জানিয়ে দিয়েছেন।