Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ডিউটিরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করা নার্সের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় গলায় ফাঁস দেন নার্স মৌসুমী দত্ত (২৭)।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার দিন রাতে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মরত ছিলেন সিনিয়র স্টাফ নার্স মৌসুমী। সেসময় মোবাইলে কারো সঙ্গে কথা বলার এক পর্যায়ে রাগান্বিত হয়ে মুঠোফোন ছুঁড়ে ভেঙে ফেলেন। পরে রুমে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করে।

এ ঘটনায় মৌসুমীর স্বামীকে ঢাকা মেডিকেল থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইন্সপেক্টর বাচ্চু মিয়া। মৌসুমী দত্ত পটুয়াখালী জেলার সদর থানার শিয়া কাঠি গ্রামের সঞ্জয় দাসের স্ত্রী। তার বাবার নাম শৈবাল দাস। বর্তমানে চাঁনখারপুল এলাকায় থাকতেন।

Bootstrap Image Preview