Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জঙ্গলে রহস্যময় পোকার আক্রমণে দুই ভাইয়ের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


জঙ্গলে রহস্যময় পোকার আক্রমণে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সম্প্রতি জলপাইগুড়ির লাটাগুড়ি ফরেস্টে ঘুরতে গেলে এক ভাইকে পোকা কামড় দেয়। পরে বাড়িতে এলে অপর ভাইও সংক্রমিত হয়।

এর আগে গত নভেম্বরে বাড়ির বাথরুমে রহস্যজনক পোকার কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়। হুগলির বৈদ্যবাটিতে ওই ঘটনার পরেই গোটা এলাকার বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করেছিল। জানা গেছে, এ মাসের ১৪ তারিখে জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা প্রদীপ দাম লাটাগুড়ি ফরেস্টে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তাকে একটি পোকা কামড়ায়। পরদিন পায়ে একটা ফুসকুড়ি মতো হয়। সেখান থেকেই তা বাড়তে থাকে। এরই মধ্যে প্রদীপ দামের ভাই প্রমোদ দামও একইরকম সংক্রমণে আক্রান্ত হয়। দুজনকে স্কিন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হলে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

পরে দুজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদের দুজনকে স্থানীয় একটি নাসিংহোমে ভর্তি করা হয়। সেখানে গত ২৪ ডিসেম্বর প্রদীপ দামের মৃত্যু হয়। আর রোববার তার ভাইয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা চিকিৎসায় গাফিলতির অভিযোগও তুলেছেন। সেই সঙ্গে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকেই বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন।

Bootstrap Image Preview