Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসী হামলার চেয়ে পারিবারিক সহিংসতায় ব্রিটেনে মৃত্যু ১৫ গুণ বেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


ব্রিটেনে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ভয়াবহ এক চিত্র উঠে এসেছে। পারিবারিক নির্যাতনবিরোধী প্রচারণায় কাজ করে এমন একদল অ্যাক্টিভিস্ট পরিচালিত গবেষণায় দেখা গেছে, দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার প্রায় ১৫ গুণ বেশি মানুষের মৃত্যু হয় পারিবারিক নির্যাতনের শিকার হয়ে।

পুলিশ, হাসপাতালসহ বিভিন্ন আনুষ্ঠানিক সূত্র থেকে নেয়া তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালিত হয়েছে। এ কারণেই পারিবারিক সহিংসতা রোধে পুলিশকে আরও বেশি অর্থ বরাদ্দ দেয়া প্রয়োজন বলে দাবি করেছেন তারা।

অ্যাক্টিভিস্টদের দাবি, সন্ত্রাসবাদ ঠেকাতে যেমন পুলিশের জন্য বরাদ্দ নির্দিষ্ট করে দেয়া হয়, তেমনি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ সরকারের উচিত পারিবারিক নির্যাতন ও সহিংসতা রোধেও বড় অংকের নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা, যেটি শুধু এই সমস্যা মোকাবেলার জন্যই ব্যয় হবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিসহ বিভিন্ন স্বীকৃত সূত্র থেকে পাওয়া উপাত্ত অনুসারে- ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে পারিবারিক সহিংসতার শিকার হয়ে এক হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে। যেখানে জঙ্গি-সন্ত্রাসবাদের কারণে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এসব পারিবারিক নির্যাতনে নিহতদের বেশিরভাগই নারী বলেও ওই প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে ঘরোয়া এসব নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে প্রতি বছর আরও প্রায় ৪০০ জন করে  আত্মহত্যা করেন বলেও দাবি করেছে অ্যাক্টিভিস্টরা।

Bootstrap Image Preview