Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হুট করেই বাড়ল তেলের দাম, ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে নতুন চালান আসার আগেই সেই পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। দাম বাড়াতে তারা বেশ ব্যস্ত থাকলেও দাম কমানোর বেলায় তারা অতটা ব্যস্ত হন না।

পেঁয়াজ কাণ্ড এখনো মানুষের স্মৃতিতে জীবন্ত, এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশে সব ধরনের ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

এ অবস্থায় জরুরি ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন। বৈঠকে ব্যবসায়ী ছাড়াও সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর রোজা শুরুর ঠিক তিন থেকে চার মাস আগেই ভোজ্যতেল ব্যবসায়ীদের পক্ষ থেকে ট্যারিফ কমিশনে দাম বাড়ানোর একটি প্রস্তাব দেয়া হয়। তবে ওই প্রস্তাবে সরকারের অনুমতির তোয়াক্কা করে না ব্যবসায়ীরা। তারা আগেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয়। এবারও সরকারের অনুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। এভাবে দাম বৃদ্ধির ঘটনাকে ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ড বলছে বাণিজ্য মন্ত্রণালয়।

Bootstrap Image Preview