Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাদেজা এবং অশ্বিনকে পেছনে ফেলে আকাশ চোপড়ার দশকের সেরা টেস্ট অলরাউন্ডার সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


একটি দশক শেষ হতে চলেছে, এরই মধ্যে গত এক দশকের হিসেব-নিকেশ নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেক সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকই তাদের চোখে দশকের সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছেন।

এই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর চোখে দশকের সেরা টেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে বিবেচনায় রেখেছিলেন তিনি।

তবে সাকিবকেই সেরা ঘোষণা করেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। তবে ভিউয়ার্সদের পছন্দের শীর্ষে রবীন্দ্র জাদেজা দশকের সেরা অলরাউন্ডার। গত এক দশকে সাকিব ৪২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৭৯ ইনিংসে এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৩ হাজার ২৪৭ রান।

এই সময়ে পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ২১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। বল হাতেও গত এক দশকে বাংলাদেশ দলের বড় ভরসা ছিলেন সাকিব।

৭৪ ইনিংসে বল করে ১৬২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে ১৩বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে দশ উইকেট করে নিয়েছেন তিনবার। মূলত এমন পারফরম্যান্সের কারণেই সাকিবকে দশকের সেরা টেস্ট অলরাউন্ডার মানছেন আকাশ।

আকাশের মতে দশকের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং বোলার রবিচন্দ্রন অশ্বিন। যদিও ভিউয়ার্সরের ভোটে ভারতের অধিনায়ক বিরাট কোহলিই দশকের সেরা ব্যাটসম্যান।

Bootstrap Image Preview