মধ্যরাতে পথের ধারে শুয়ে পড়া ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে ছুটে গেলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
রবিবার রাত ১২ টার সময় চাঁদপুর শহরের বেদেপল্লী, বড়স্টেশন এবং আশপাশের আরো কয়েকটি এলাকার কয়েক শ ছিন্নমূল মানুষের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার ও তার সহধর্মিণী।
এসময়, শীতে শরীরে উত্তাপ ছড়ানো এসব কম্বল পেয়ে ছিন্নমূল মানুষের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ একদিকে যেমন দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরে আনে। ঠিক একইভাবে সেবা দিয়ে সবার কাছে মানবিক পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পথের ধারের শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো।
এদিকে, পৃথকভাবে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসনের পক্ষ থেকেও চাঁদপুর শহরে দরিদ্র মানুষের জন্য শীতের কম্বল বিতরণ করেছেন।