Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিঠুনের ব্যাটে ভর করে ১৩৩ রান সংগ্রহ রেঞ্জার্সের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নয় উইকেটে ১৩৩ রান করেছে সিলেট থান্ডার। রংপুরের বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে সুবিধাই করতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামা সিলেটের ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন আন্দ্রে ফ্লেচার (০)। এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরাফাত সানির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফিরে যান। 

এরপর চতুর্থ ওভারে ফিরে যান সিলেটের আরেক ক্যারিবিয়ান রিক্রুট জনসন চার্লস। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে মোহাম্মদ নবিকে ক্যাচ দিয়ে ফিরে যান চার্লস।

দুই ওপেনার ফেরার পর ৫৭ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন। এই জুটিতে অবদান বেশি মিঠুনের। ২৩ বলে ১৫ রান করে তাঁকে সঙ্গ দেন মোসাদ্দেক। কিন্তু নাঈম শেখের থ্রো'তে রানআউট হতে হয় তাঁকে।

দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিঠুন। তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন শারফেন রাদারফোর্ডও। নয় বলে ১৬ রান করে লুইস গ্রেগরির বলে ফিরে যান তিনি। ব্যর্থতার মিছিলে যোগ দেন নাজমুল হোসেন মিলনও (১)।

একপাশ আগলে রেখে খেলতে থাকা মোসাদ্দেককে ফেরান মুস্তাফিজুর রহমান। আরাফাত সানির দারুণ ক্যাচে বিদায় নেন মিঠুন। ৪৭ বলে দুটি ছক্কা এবং চারটি চারে ৬২ রান করেন তিনি। শেষ ওভারে আরও দুটি উইকেট নেন মুস্তাফিজ।

সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১৩৩/৯ (২০ ওভার)
(মিঠুন ৬২, রাডারফোর্ড ১৬; মুস্তাফিজ ৩/১০)

Bootstrap Image Preview