চলতি বিগব্যাশে ম্যাচ চলাকালীন সময়ে এক মজার কাণ্ড করলেন কর্মরত আম্পায়ার। রীতিমত আফগান লেগ স্পিনার রশিদ খানকে বোকা বানিয়ে ছাড়লেন। সেই বোকা বানানোর ভিডিও এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল।
এই দিন ডকল্যান্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় রশিদ খানের অ্যাডিলেড।
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে অ্যাডিলেড। ১৫৬ রানের জয়ে লক্ষে ব্যাটিং করতে নেমে খুব একটা প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি মেলবোর্ন।
খেলা তখন শেষের দিকে জয়ের জন্য মেলবোর্নের ২২ বলে ৪৩ রান দরকার। ঐ সময় বোলিং করছিলেন রশিদ খান। তাঁর ওভারের দ্বিতীয় বল মেলবোর্নের ব্যাটসম্যান ওয়েবস্টারের পায়ে গিয়ে লাগে, এলবিডব্লিউ আউটের জন্য বেশ জোর আলো আবেদন জানা রশিদ খান। ঠিক সেই মুহুর্তে আম্পায়ার হাত তুলে আউট দিতে গিয়ে আংগুল দিয়ে নাক চুলকাই। আম্পায়ারের হাত তুলা দেখে রশিদ খান নিশ্চিত হন আউট হয়ে গিয়েছে।
উইকেট সেলিব্রেশনে তিনি লাফিয়ে উঠে আনন্দ করতে থাকেন। এরপর সেলিব্রেশন শেষে পিছনে তাকিয়ে দেখেন আম্পায়র হাত তুলে ছিলেন নাক চুলকানোর জন্য আউটের জন্য নয়।
আম্পায়ারের এই কাণ্ড দেখে খেলোয়াড়রা সবাই হাসতে থাকেন। তবে এই ম্যাচে ১৮ রানের জয় পেয়েছে রশিদ খানের অ্যাডিলেড।