Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনার ভরসা স্থানীয় ক্রিকেটাররাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭ ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে খুলনা টাইগার্স। দলটির দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে আছেন স্থানীয় ক্রিকেটাররা। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

তিনি ৭ ম্যাচে ২১৬ রান করেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ সিলেটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেছেন। দলটির সর্বোচ্চ উইকেট শিকারিও একজন বাংলাদেশি। পেসার শহিদুল ইসলাম ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। মূলত তাদের পারফরম্যান্সই ভরসা যোগাচ্ছে খুলনাকে।

দলটির পেসার শফিউল ইসলাম জানিয়েছেন, তাদের জয় পাওয়া পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। মূলত তারা ভালো করছে বলেই দল হিসেবে ভালো করছে খুলনা। এমনটাই মনে করেন এই পেসার।

এ প্রসঙ্গে শফিউল বলেছেন, 'আমরা পাচটি ম্যাচ জিতেছি। এর মধ্যে চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে লোকাল প্লেয়াররা। আমাদের বেস্ট পারফর্মাররা লোকাল। লোকাল প্লেয়াররা যে দলের হয়ে ভালো করবে ফলাফল তাদের দিকে আসার সম্ভাবনা বেশি থাকবে।'

টুর্নামেন্টের মাঝ পথে দুটি ম্যাচে হারলেও আবার ঘুরে দাঁড়িয়েছে খুলনা। সর্বশেষ ম্যাচে সিলেট থান্ডারকে তারা ৮ উইকেটে হারিয়েছে। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবেন বলে আশাবাদী শফিউল।

তিনি বলেন, 'মাঝখানের দুটো ম্যাচে হয়তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলিনি। আমাদের ওই দুই দিন খারাপ গেছে। আবার আমরা কামব্যাক করেছি। এই জিনিসগুলো ধরে রাখতে পারলে আমরা ভালো একটা টুর্নামেন্ট শেষ করতে পারবো।'

Bootstrap Image Preview