Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়া থেকে শূকর আমদানি নিষিদ্ধ করল চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চীনের কাস্টমসের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা ইন্দোনেশিয়া থেকে শূকর, বন্য শূকর এবং এ ধরনের পশু আমদানি নিষিদ্ধ করেছে।

আফ্রিকান সোয়াইন ভাইরাস থেকে জ্বরের প্রাদুর্ভাবের কারণেই শূকর আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

গত বছরের আগস্টে প্রথমবারের মতো চীনে সোয়াইন ভাইরাস থেকে জ্বরের বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়। এরপর চীনের বিভিন্ন স্থানে এই ভাইরাস জনিত জ্বর ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এই মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। মূলত শূকর থেকেই এ ধরনের ভাইরাস ছড়ায়।

ইন্দোনেশিয়া থেকে প্রতি বছরই শূকর আমদানি করে থাকে চীন। দেশটিতে খাবার হিসেবে শূকরের প্রচুর চাহিদা রয়েছে। তবে এখন নিজেদের দেশেই শূকর উৎপাদন বৃদ্ধিতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে এ ধরনের ভাইরাস যেন নতুন করে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কঠোর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছে।

ইন্দোনেশিয়ায় চলতি বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত ৩৯২ বার আফ্রিকান সোয়াইন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। চীনের জেনারেল অ্যাডমিন্সট্রেশন অব কাস্টমসের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Bootstrap Image Preview