Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজানের সময় সবাই চুপ, এই ব্যাটা উত্তেজনায় চুপ থাকতে পারেনি, আজহারীকে তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মিজানুর রহমান আজহারীর ওয়াজের ভিডিওর উদ্দেশ্যে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ‘আজানের সময় মুসলমানেরা চুপ থাকে। এই ব্যাটা উত্তেজনায় চুপ থাকতে পারেনি।

রবিবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ওয়াজের ভিডিও শেয়ার করেছেন।

তসলিমা লেখেন, ‘সেই ১৯৯০ সাল থেকে আমার বিরুদ্ধে ওয়াজ শুরু হয়েছে। ২৫ বছর দেশে নেই আমি। আমাকে আজও তারা ভুলতে পারেনি।’’

ওয়াজের আরেকটি ভিডিও শেয়ার করে বিতর্কিত এই লেখিতা লেখেছেন, ‌‘বাংলাদেশে নারী-পুরুষের সমানাধিকারের দাবি যারা করে, তাদের বলা হচ্ছে 'তসলিমার ডিম ফুটা বাচ্চা'। এ তো দেখছি কমপ্লিমেন্ট।’

ভিডিওতে দেখা গেছে, আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করছেন।

আজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া নেয়া হয়েছিল।’

ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।

আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, ‘‘আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।”

 

Bootstrap Image Preview