বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সর্বাধিক ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড়রা জয়ে গা ভাসিয়ে না দিয়ে কঠোর অনুশীলন করে যাচ্ছে করা রোদে।
সামনের ম্যাচগুলো যেন হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য তাদের।আজ সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে সকাল থেকেই নিজেদের সেরাটা ঝালাই করে নিচ্ছিল রিয়াদ-ইমরুলরা।
চলতি আসরে এ পর্যন্ত ৮ ম্যাচে ৬টিতে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বন্দরনগরীর দলটি। এরপরই ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পদ্মানদী পাড়ের দল রাজশাহী রয়্যালস। মাত্র এক ম্যাচ বেশি খেলে সমান ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে খুলনা টাইগার্স। এদিকে, টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রেঞ্জার্স। একটিমাত্র জয়ে তাদের ঝুলিতে পয়েন্ট মাত্র ২।
অন্যদিকে সিলেট থান্ডারও ৭ ম্যাচ খেলে মাত্র এক জয়ে ধুঁকছে।