Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাসে বাড়ি ভাড়া ১৫ লাখ! রাষ্ট্রদূতকে দেশে তলব ভারতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অস্ট্রিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেণু পালকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল দেশটির সরকার ৷ সরকারি অর্থের অপব্যবহার এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ সম্প্রতি অস্ট্রিয়ায় প্রতি মাসে ১৫ লাখ রুপি দিয়ে একটি বাড়ি ভাড়া নেন তিনি৷ ১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার রেনু পাল ভিয়েনায় কর্মরত ছিলেন ৷ জানুয়ারিতেই তাঁর মেয়াদ শেষ করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই তাঁকে ফিরে আসতে বলা হল ৷

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, চিফ ভিজিল্যান্স অফিসারের তদন্তে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলি প্রমাণিত হয়েছে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভিয়েনায় গিয়ে তদন্ত করে চিফ ভিজিল্যান্স অফিসার ।মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘রেনু পাল মন্ত্রকের কোনও অনুমতি না নিয়েই কয়েক কোটি টাকা খরচ করেছেন সরকারি আবাসনে।’ এখানেই শেষ নয়। সূত্রের খবর, তিনি বিভিন্ন সময়ে জাল VAT রিটার্নও জমা দিতেন।

রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রকের অনুমতি ছাড়াই কোটি কোটি টাকার তহবিলের অপব্যবহারের করেছেন তিনি ৷ তদন্তের তহবিলের অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার পর ৯ ডিসেম্বর, ২০১৯ সালে তাঁকে সদর দপ্তরে পাঠানো হয়েছিল । হেড কোয়ার্টারে বদলি হওয়ার সময় থেকেই প্রশাসনিক বা আর্থিক ক্ষমতা প্রয়োগেও তাঁকে বাধা দেওয়া হয়েছিল ৷

রবিবার সন্ধেবেলাই ভিয়েনা থেকে ভারতে ফিরে এসেছেন রেনু পাল।

Bootstrap Image Preview