চেম্বারে হিন্দু দেব-দেবী রাধা-কৃষ্ণের ছবি টাঙানোয় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।গতকাল রোববার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ওড়িশার নবারণপুর জেলায়।আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চিকিৎসার প্রোমোশনাল পোস্টার হিসেবে চেম্বারে রাধা-কৃষ্ণের ছবি লাগিয়েছিলেন এক আয়ুর্বেদিক চিকিত্সক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে ওই চিকিৎসককে মারধরের পর রাস্তায় ‘নিল ডাউন’ করিয়ে রাখা হয়।
জানা গেছে, ওই চিকিৎসকের নাম ভবতোষ মণ্ডল। মাস কয়েক আগে নবারণপুরের ঝারিগাঁও এলাকায় যৌন রোগের চিকিত্সার জন্য একটি চেম্বার খুলেন তিনি।চেম্বারে রাধা-কৃষ্ণের ছবি লাগিয়েছিলেন তিনি। আর সেটাই এলাকার বজরং দল কর্মীদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
খবরে আরও বলা হয়, চিকিত্সককে ‘উচিত শিক্ষা’ দেয়ার জন্য তার চেম্বারে গিয়ে হামলা চালান বজরং দলের সমর্থকরা।চিকিৎসককে প্রথমে ব্যাপক মারধর করা হয়। জনসমক্ষে তার ‘ভুলের’ জন্য ক্ষমা চাওয়ার জন্য জোরাজুরি করেন বজরং দলের সমর্থকরা।এর পরই চিকিৎসককে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ‘নিল ডাউন’ করিয়ে রাখেন তারা। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।