তামিম ইকবাল ও আসিফ আলীর ব্যাটিং তাণ্ডবে দিশেহারা রাজশাহী রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ২৬তম ম্যাচে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ঢাকা প্লাটুনের এ দুই তারকা ব্যাটসম্যান।
দলীয় ৮৪ রানে ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে রীতিমতো তাণ্ডব চালান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও ঢাকা প্লাটুনের হয়ে খেলতে আসা পাকিস্তান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান আসিফ আলী।
পাকিস্তানের হয়ে ১৮টি টেস্ট আর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আসিফ আলী ব্যাটিংয়ে নেমে দলকে সম্মানজনক পজিশনে নিয়ে যেতে দুর্দান্ত ব্যাটিং করেন। একের পর এক বাউন্ডারি হাকান তিনি।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় ঢাকা প্লাটুন। দলীয় ৩৫ রানে এনামুল হক বিজয় ও ঢাকার ইংলিশ ক্রিকেটার লুইস রিসের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় প্লাটুন।
দলকে খেলায় ফেরাতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন ওপেনার তামিম ইকবাল। তৃতীয় উইকেটে মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে গড়েন ৩৭ রানের জুটি। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ১১ বলে দুটি ছক্কা ও এক চারের সাহায্যে ২১ রান করতেই বিপদে পড়েন মেহেদী।
পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি আরিফুল হক। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া এ ব্যাটসম্যান এদিন ফরহাদ রেজার বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮ বলে করেন মাত্র ৭ রান।
এরপর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে উঠার আগেই ফরহাদ রেজার করা ১৩তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মাশরাফি বিন মুর্তজা। আরিফুল এবং অধিনায়ক মাশরাফিকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্টিকের সম্ভাবনা তৈরি করেন ফরহাদ রেজা। কিন্তু ঢাকা প্লাটুনের পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর হ্যাটট্টিকের সেই সুযোগ দেননি।