Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানে কোরআন প্রতিযোগিতা, শতাধিক হাফেজকে পরাজিত করে জায়েদ নির্বাচিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হয়েছে। আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হন।

আগামী এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক ও পবিত্র নগরী মাসহাদে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিচারকমণ্ডলী ও কারীদের উপস্থিতিতে শতাধিক দেশের কারী ও হাফেজগণ উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নুরুদ্দিন জায়েদ ওস্তাদ শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর বিশ্বসেরা হিফজ মাদ্রাসা মুকাদ্দামাতুল কোরআন হিফজ মাদরাসার ছাত্র।

 

Bootstrap Image Preview