Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনার ৮০ শতাংশ সদস্য ভালভার্দেকে তাদের সাথে চায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনার সাথে কোচ আর্নেস্টো ভালভার্দের বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে। তবে শর্তানুযায়ী আগামী বছরের জুনে ক্লাব অথবা ভালভার্দে নিজেই এই চুক্তি বাতিলের এখতিয়ার রাখে। তবে সিদ্ধান্তটি যদি ক্লাব সদস্যদের ওপর ছেড়ে দেয়া হয় তবে সেটা ভালভার্দের পক্ষেই যাবে বলে সূত্রমতে জানা গেছে। ক্লাবের অন্তত ৮০ শতাংশ সদস্য ভালভার্দেকে আরো কিছুদিন কাতালান রাজধানীতে দেখতে চায়।

ভালভার্দের অধীনে এ পর্যন্ত দুই মৌসুমেই লা লিগার শিরোপা জয় করেছে বার্সেলোনা। যদিও সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে একটু আগে ভাগেই বিদায় নিয়ে ভালভার্দের ওপর হতাশাও হয়েছেন অনেকেই। বিশেষ করে যেভাবে প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়ে বার্সাকে বিদায় নিতে হয়েছে তা অনেকেই মেনে নিতে পারেননি।

ক্লাব সদস্যদের ওপর সাম্প্রতিক পরিচালিত এক পর্যবেক্ষনে দেখা গেছে ভালভার্দেকে আগামী গ্রীষ্ম মৌসুমের পরেও যদি রাখার সিদ্ধান্ত নেয়া হয় তবে ক্লাবের ৮০ শতাংশ সদস্য তাতে ইতিবাচক ভোট দিবে।

আরো একবার ভালভার্দের অধীনে দারুনভাবে এবারের লিগ শুরু করেছে বার্সা। শীতকালীন বিরতির আগে ১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে থেকেই বছর শেষ করেছে বার্সেলোনা।

Bootstrap Image Preview