বছরের শেষ দিকে টানা কয়েক দফায় ভূমিকম্পে কাঁপল ভারতের ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। মাত্র ২ ঘণ্টার মধ্যেই পরপর চারবার কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরসহ পাকিস্তানের একাংশ। যার কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃত আজাদ কাশ্মীর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে প্রথমবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর প্রায় ৬ মিনিটের মাথায় ফের কেঁপে ওঠে মাটি। সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। আর তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ মিনিটে। তখন রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৬। পরে রাত ১১টা ২০ মিনিটে শেষবারের মতো ৫ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয় কাশ্মীরে।
এ দিকে ইউরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বারংবার মাটি কেঁপে ওঠায় প্রচণ্ড শীতের মধ্যেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু লোক। তৃতীয় ও চতুর্থ কম্পনটি হয় যথাক্রমে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্যই জানা যায়নি।
অপর দিকে একইদিন রাত ১০টা ২৯ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫।