Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোয়াটস অন অ্যাওয়ার্ড ২০২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


নতুন বছর উদযাপন উপলক্ষে আগামী ৩ জানুয়ারি ২০২০, হোয়াটস অন একটি বাৎসরিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে পুরষ্কারের পাশাপাশি শিল্পী, লেখক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব এবং পরিবারের অংশগ্রহণ করার ব্যবস্থা রাখা হয়েছে।

সারা বছরব্যাপি, যে সকল আবেদনকারীদের নিয়ে কাজ করেছে তাদেরকে সম্মান জানাতে ১৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভডিজে, খাবার গুডি ব্যাগসহ বিভিন্ন আয়োজন থাকবে।

তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী ও কলাকৌশলীদের মেধা ও কাজকে বিশ্বব্যাপি তুলে ধরা ও স্বীকৃতি প্রদানের জন্য একটি বিশাল নেটওয়ার্কিং হচ্ছে হোয়াটস অন।

Bootstrap Image Preview