Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনা ছেড়ে রিয়ালে অ্যালেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস অ্যালেনাকে ৬ মাসের জন্য ধারে রিয়াল বেতিসে পাঠিয়েছে বার্সেলোনা।

চুক্তিতে অ্যালেনাকে একেবারে কেনার কোনো অপশন রাখেনি কাতালানরা। সেই সঙ্গে বেতিসও ২১ বছর বয়সী তারকাকে ধারে নেওয়ার ১০০ শতাংশ বেতন পরিশোধ করে দিয়েছে।

বার্সেলোনা ধারণা করছে, আগামী মৌসুমের শুরুতে একজন পরিপূর্ণ খেলোয়াড় হয়ে ক্যাম্প ন্যুয়ে ফিরবেন লা মাসিয়া গ্রেজুয়েট অ্যালেনা।

অ্যালেনাকে পেতে চেয়েছিল গেতাফেও। তাদের অফারটিও বিবেচনায় রেখেছিল বার্সা। কারণ গেতাফে’তে আছেন অ্যালেনার বন্ধু স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারকে শেষ পযর্ন্ত বেতিসেই পাঠিয়েছে কাতালানরা।

দ্রুতই কোচ রুবি’র দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন অ্যালেনা। হয়তো আগামী ৫ জানুয়ারি আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার বেতিস অভিযান।

Bootstrap Image Preview