Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরে গেলেন ওহাব রিয়াজ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


বিপিএলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন পাক পেসার ওহাব রিয়াজ। ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। 

দুর্দান্ত এই পারফম্যান্সের পর বিপিএল থেকে ছুটি নিয়েছেন ওহাব।জানা গিয়েছে, পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে গিয়েছেন তিনি।  হয়তো সিলেট পর্বে ঢাকার একাদশে তাকে নাও দেখা যেতে পারে। তবে শেষের দিকে তিনি দলের সাথে  যোগ দিবেন।

গতকাল রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। সাকিব ২০১৭ সালে মাত্র ৩.৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।

বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার ওয়াহাবের। তার স্বদেশি মোহাম্মদ সামি ২০১৭-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ রানে চার উইকেট নিয়েছিলেন রাজশাহী কিংসের হয়ে। 

Bootstrap Image Preview