Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা-ছেলেকে ইয়াবাসহ আটক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। আটকরা রাজধানীর রামপুরা এলাকার খুচরা ইয়াবা বিক্রেতা বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন প্রবেশমুখে হোটেল ম্যানিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোর জেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী মর্জিনা বেগম (৫০) ও তার ছেলে কাউছার আহমেদ তুহিন (২৬)। তারা রাজধানীর রামপুরায় বনশ্রী আবাসিক এলাকায় বসবাস করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মঙ্গলবার ভোরে নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশমুখ থেকে সন্দেহবশত মা-ছেলেকে আটক করা হয়। এ সময় মর্জিনা বেগমের ডান হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ছেলে তুহিনের কাঁধে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশি করে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই ৪ হাজার ইয়াবা কক্সবাজার থেকে পাইকারিতে সংগ্রহ করে বিক্রির জন্য ট্রেনযোগে রাজধানীর রামপুরায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

ওসি মহসিন আরও বলেন, তারা দুজনেই রাজধানীর রামপুরা এলাকার খুচরা ইয়াবা বিক্রেতা। এর আগে ২০১৬ সালে ৮ হাজার পিস ইয়াবাসহ শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার হন মর্জিনা বেগম। ৬ মাস পর জেল থেকে বের হয়ে নিজেই রামপুর এলাকায় খুচরা ইয়াবা বিক্রি শুরু করেন। সেখানেও পুলিশের হাতে ধরা পড়েন মর্জিনা। মা ও ছেলে কক্সবাজার থেকে ইয়াবা পাইকারিভাবে সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করতেন।

Bootstrap Image Preview