রাজধানী ঢাকাসহ দেশের সব চিড়িয়াখানায় ডলফিন রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দেশের চিড়িয়াখানাগুলোকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নেয়ার সুপারিশও করা হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মো. মাহবুব উল আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
ন্যূনতম দুটি মৎস্য ভিলেজ তৈরিসহ মুজিববর্ষে মন্ত্রণালয়কে বিশেষ কিছু প্রকল্প গ্রহণের সুপারিশ করে কমিটি। বৈঠকে মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। এ ছাড়া দুর্নীতির বিষয়ে বর্তমান সরকারের ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি।