Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঠে গরু চরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হবিগঞ্জে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালনী গ্রামের নোওয়াব আলী ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে মাঠে গরু চরানো নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত অর্ধশত লোক আহত হন। গুরুতর আহতাবস্থায় ২০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

Bootstrap Image Preview