Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের সাথে কিভাবে এমন কাজ করলেন মেয়েটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হেডলাইন দেখে অনেকের চোখ কপালে উঠার মতো অবস্থা হলেও হতে পারে। তবে বিষয়টা মজার হলেও পুরোপুরি সত্য।

গত জুনে বিয়ে করেছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। স্ত্রী দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরা। লম্বা সময় প্রেম, এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এখন চলছে সুখের সংসারও।

মাঝে মধ্যেই সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন এনামুল। তেমনি একটা ছবি ঘুরে বেড়াচ্ছে তার ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল এনামুলের কান টেনে ধরেছেন স্ত্রী ফারিয়া। আর এনামুলও হাসিমুখে তা হজম করলেন। অনেকটা খুনসুটি বলা যায়।

সেই ছবির ওপর লেখা, ‘এনামুলের ফারিয়া বিজয়’। বলতে পারেন এনামুল কেবল ক্রিকেটারই নন, রোমান্টিক মানুষও বটে।

উল্লেখ্য, অনেক দিন হলো জাতীয় দলে নেই এনামুল। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যায় তাকে। চলমান বিপিএলে খেলছেন ঢাকা প্লাটুনের হয়ে।

২০১২ সালে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল এনামুলের। সে থেকে এখন পর্যন্ত ৩৮টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন হাজারের বেশি রান। পাশাপাশি ১৩ টি২০’তে করেন ৩৫৫ রান।

Bootstrap Image Preview