Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করা হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০২:৫৪ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০২:৫৪ PM

bdmorning Image Preview


মাদকবিরোধী অভিযান চলবেই এবং জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ থেকে মাদক নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। 

সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ। 

Bootstrap Image Preview