Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজনীতি থেকে দূরে থাকেন ভারতের নতুন সেনাপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০২:৫৮ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০২:৫৮ PM

bdmorning Image Preview


রাজনীতি থেকে দূরে থাকেন বলে দাবি করেছেন ভারতের নতুন সেনাপ্রধান মুকুন্দ নারভানে। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর ‘দ্য ওয়াল’।

এ বিষয়ে সেনাপ্রধান মুকুন্দ নারভানে বলেন, ‘আমি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এখনো রাজনীতি থেকে দূরে থাকি। আর ভবিষ্যতেও দূরে থাকব।’

এ সময় সেনাবাহিনী অরাজনৈতিক বলে উল্লেখ করে তিনি জানান, সেনারা সবার আগে ভারতের সংবিধানকে গুরুত্ব দেয়। এই সংবিধান রক্ষারই শপথ নিয়েছে সবাই। সেনাবাহিনী সবসময়ই অরাজনৈতিক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। চাকরির শুরুতে আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম। আর আমরা সবসময় এটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিই।

এর আগে ভারতের প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব নেওয়ার পর বিফিন রাওয়াতও একই কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রাখি। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তাদের নির্দেশনা মেনে কাজ করি।’

Bootstrap Image Preview