Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে নাগরিকত্ব আইন, ২ মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৪৪৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৫১ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৫১ PM

bdmorning Image Preview


ভারতে নাগরিকত্ব আইন (এনআরসি) সংকটের পর গেল দুই মাসে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪৪৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিজিবি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

তিনি বলেন, আটকদের মধ্যে সবাই বাংলাদেশি। তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বিজিবির রুটিন ওয়ার্ক। ফলে নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশের নতুন করে উদ্বেগের কারণ নেই। গেল এক বছরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৯৭২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৫৩টি মামলা দায়ের করা হয়েছে। আটক সবার বাড়ি বাংলাদেশে; স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

এনআরসি সংকটের পর সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা জানতে চাইলে মেজর জেনারেল বলেন, গের ২০১৯ সালের নভেম্বর এবং ডিসেম্বরে ৪৪৫ জন অনুপ্রবেশ করেছেন। বিশেষ করে ঝিনাইদহ, মহেশপুর এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

Bootstrap Image Preview