Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনাপ্রধানসহ নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৪:০৭ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৪:০৭ PM

bdmorning Image Preview


হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ই মিং। এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির আরও সাতজন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রতিদিনের মতো একটি হেলকপ্টারে করে টহল দিচ্ছিলেন সেনা কর্মকর্তারা। এ সময় হেলিকপ্টারটি একটি পাহাড়ে আছড়ে পড়ে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাপ্রধান শেন ই মিংসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। একটি পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভয়াবহ এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সে ব্যাপারে এখন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছুই জানায়নি।

এ বিষয়ে তাইওয়ানের বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেছেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।

Bootstrap Image Preview