দীর্ঘদিনের দাম্পত্য জীবনে সন্তান আসেনি সংসারে। তার জেরে প্রায়ই ঝগড়া হতো দুজনের মধ্যে। সেই ঝগড়ার একপর্যায়ে বর্ষবরণের রাতে মদ্যপ আবস্থায় নিজের বিশেষাঙ্গ কেটে ফেললেন স্বামী। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের নিউ ওয়াসারমেনপেটে।
পুলিশ বলছে, বাবু বেশ কয়েক বছর আগে বিয়ে করেন দেবীকে। কিন্তু বিয়ের পর দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্তান না হওয়ার জেরে ওই দম্পতির মধ্যে নিত্যদিন অশান্তি চলত। যার জেরে স্বামীকে বেশ অপচ্ছন্দ করতেন দেবী। সেই ঘটনার জেরে বাবুর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে ঘটনার চার দিন আগে নিজের বাপের বাড়ি চলে যান দেবী।
যদিও বর্ষবরণের দিন দেবী বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে তিনি দেখেন, বাবু মদ্যপ অবস্থায় আছেন। তা দেখে আবারো তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা বলে মঙ্গলবার রাতে নিজের বাপের বাড়ি চলে যান দেবী।
এরপর অপমানে আর অভিমানে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন বাবু। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। তা শুনে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।