Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাওনা টাকা ফেরত চাওয়ায় ৯৯৯ এ ফোন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ১০:২২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ১০:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর কাছ থেকে দলিল করে ১১ লাখ ৭৪ হাজার টাকা ধার নেন এক এনজিও কর্মকর্তা। এক বছর পর সেই টাকা ফেরত চাইলে ওই নারীকে এনজিও অফিসে বসিয়ে রেখে ৯৯৯ এ ফোন করে বলেন 'আমাকে হত্যার উদ্দেশে অপহরণ করা হয়েছে বাঁচান'।

এমন অভিযোগে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার দিক ঘিরে ফেলেন। এরপর কৌশলে পুলিশ এনজিও অফিসে প্রবেশ করে। সেখানে গিয়ে একজন পুরুষের পাশে আরেকজন নারীকে বসে থাকতে দেখে অবাক হয়ে তাদের কাছে যান পুলিশ।

এরপর শুনেন উল্টো ঘটনা। বুধবার রাতে ফতুল্লার পাগলা প্যারাডাইস সিটি এলাকায় 'যুব সমাজের আলো' নামে এনজিও অফিসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে আসেন এবং পাওনাদার নারীর অভিযোগে ওই এনজিও কর্মকর্তার নামে মামলা গ্রহণ করে পুলিশ।

এর সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার এসআই মোফাজ্জল করিম জানান, ফতুল্লার পশ্চিম নয়ামাটি এলাকার নূর মোহাম্মদের স্ত্রী আয়েশা আক্তার (৪০) কর্জনামা দলিলের মাধ্যমে পাগলা প্যারাডাইস সিটি এলাকার 'যুব সমাজের আলো' নামে এনজিও অফিসের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামকে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর ১১ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা কর্জ দেন।

এরপর সেই টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপণ করতে থাকে। বুধবার রাতে আয়েশা আক্তার তার টাকার জন্য এনজিও অফিসে গিয়ে রফিকুলের উপর চাপ প্রয়োগ করেন। তখন রফিকুল তাকে নানাভাবে ভয়ভীতি দেখান। এতে আয়েশা আক্তার ভীতু না হয়ে এনজিও অফিসেই বসে থাকেন। তখন পুলিশ দিয়ে ভয় দেখাতে রফিকুল ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য দেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দেশবাসীর জন্য ৯৯৯ একটি জরুরি পুলিশ সেবা নম্বর। এ নম্বরে প্রতারক রফিকুল ইসলাম ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পাওনাদারকে ভয় দেখাতে চেয়েছিল। তার বিরুদ্ধে অন্যের টাকা আত্মসাতের অনেক অভিযোগ রয়েছে। এ বিষয়ে আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।

 

Bootstrap Image Preview