প্রতিবেশীর মরিচ ক্ষেতে প্রায়ই হানা দিত এক পাল মুরগি। আর সে কারণে বিষ খাইয়ে মুরগিগুলোকে খুন করা হয়েছে-এমনটিই দৃঢ়ভাবে মনে করছেন গৃহপালিত পাখিগুলোর মালিক। এখানেই শেষ নয়, খুনের অভিযোগ নিয়ে থানায় গিয়ে মুরগির ময়নাতদন্তও দাবি করেছেন তারা। এমন দাবির বিষয়ে জেনে পুলিশ কর্মকর্তারা অবাক বনে গেছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম ও মুনসুরা বেগম দম্পতি এমন অভিযোগ এনেছেন। তাদের কিছু পোষ্য মুরগি প্রায়ই প্রতিবেশী ইমাজ্জিন আলির মরিচ ক্ষেতে ঢুকে পড়ত। আমিনুল-মুনসুরার অভিযোগ, মুরগিগুলোকে শায়েস্তা করতে গত ২৩ ডিসেম্বর সেই ক্ষেতে বিষমিশ্রিত মুড়ি ও ভাত ছড়িয়ে রাখেন ইমাজ্জিন। সেই খাবার খেয়ে তার আটটি মুরগি মারা যায়। এ নিয়ে ইমাজ্জিনের সঙ্গে ঝগড়ায়ও হয়ে গেছে।
পরে মরা মুরগিগুলোকে জলপাইগুড়ি আদালতে যান আমিনুল ও মুনসুরা। সেখান থেকে দুজনকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। থানাপুলিশ বলছে, ওই দম্পতি তাদের মুরগিগুলো খুন হয়েছে দাবি করে ময়নাতদন্ত চাইছেন। যদিও আইন অনুযায়ী কোনো পশু বা প্রাণীকে খুন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে সে ক্ষেত্রে পুলিশের অভিযোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ অভিযোগ নেওয়ার পাশাপাশি মুরগিগুলোর ময়নাতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছে।