২০১৯ শেষ, শুরু হয়ে গেলো ২০২০। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ করার পরপরই স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে উড়াল দিয়েছিলেন সুইজারল্যান্ডে। সেখানে ক্রিসমাস ডে এবং নববর্ষ উদযাপন করলেন ভারতীয় অধিনায়ক। এখন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। এরই মধ্যে দলের সঙ্গে যোদ দেয়া হয়ে গেছে কোহলির।
তবে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে নতুন লুকে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। চুলে দিয়েছেন নতুন ছাঁট। যেটা আবার টুইটারে পোস্ট করেছেন তিনি নিজে।
কোহলির ‘টপ কাট’ নতুন হেয়ার স্টাইলের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভক্ত-সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছেন সেলুনে। কোহলির নতুন ছাঁটে নিজেদের চুলকেও স্টাইল করে নিচ্ছেন তারা।
এমনিতেই স্টাইলের দিক দিয়ে কোহালি এখন লড়াইয়ে ফেলছেন বলিউডের তারকাদের। তার হেয়ারস্টাইল ও দাড়ি রীতিমতো জনপ্রিয় তরুণদের মধ্যে। বিখ্যাত ফ্যাশন স্টাইলিস্ট আলিম হাকিমের সৌজন্যে নতুন বছরে নতুন স্টাইল নিয়েছেন কোহলি।