Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওপেনারের বিদায় বিপাকে ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:৩২ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ব্যাট হাতে ভালো শুরু করেছিলেন ঢাকা প্লাটুনের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। দেখেশুনে খেলে দলকে ভিত গড়ে দিচ্ছিলেন তিনি। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

মোহাম্মদ আমিরের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে রবি ফ্রাইলিংকের হাতে ধরা পড়েন তিনি। ২৩ বলে ৩ চার এবং এক ছক্কায় ২৫ রান করেন তামিম।

তাঁর বিদায়ের পর টিকতে পারেননি আরেক ওপেনার এনামুল হক বিজয়ও। পরের ওভারেই শফিউল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন ডানহাতি এই ব্যাটসম্যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ব্যাটসম্যান। ১৩ বলে ১৫ রান করেছেন বিজয়।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন মুমিনুল হক এবং মেহেদী হাসান। মুমিনুল ০*, মেহেদী ০*; আমির ১/১১

সংক্ষিপ্ত স্কোরঃ

ঢাকা প্লাটুনঃ ৫২/২, ওভার- ৭

Bootstrap Image Preview