চলতি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন টাইগার্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে ঢাকার দুই ওপেনার তামিম ও বিজয়। ৪৫ রানের জুটি গড়ার পর তামিম ২৫ রান করে ক্যাচ আউট হন। তামিমের বিদায়ের ১ ওভার পরেই বিজয় ১৫ রান করে এলবিডব্লিউ আউট হন। পরপর দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা।
এরপর মুমিনুল ও আরিফুলের ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় প্লাটুন। ব্যাট হাতে মুমিনুল করেন ৩৮ রান। এরপর আরিফুলের সাথে জুটি গড়ে আসিফ আলী খেলার শেষে তাণ্ডব চালান। ১৩ বল খেলে ৩৯ রান করেন তিন।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে ঢাকা। জয়ের জন্য খুলনার ১৭৩ রান দরকার।
ঢাকার সংক্ষিপ্ত স্কোরঃ ১৭২/৪
তামিম(২৫), বিজয়(১৫), মুমিনুল(৩৮),মেহেদি(১),আরিফুল(৩৭), আসিফ(৩৯)।