চলতি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন টাইগার্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে ঢাকা প্লাটুন।
১৭৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করছে খুলনা।
ঢাকার বোলারদের সামনে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। শুরুতেই চার উইকেট হারিয়ে কঠিন চাপে মুশফিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৮ ওভারে ৪৬ রানে ৪ উইকেট।
ঢাকার সংক্ষিপ্ত স্কোরঃ ১৭২/৪
তামিম(২৫), বিজয়(১৫), মুমিনুল(৩৮),মেহেদি(১),আরিফুল(৩৭), আসিফ(৩৯)।