বিপিএলে সবার আগে দুই হাজার রান সংগ্রহের মালিক হন টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবার তামিমের পাশে নিজের নাম লেখালেন মুশফিকুর রহিম।
চলতি বিপিএলে চট্টগ্রাম পর্বে ঢাকা প্লাটুনের হয়ে নিজের দুই হাজার রান সম্পূর্ণ করেন তামিম। তাঁর ঠিক দশ দিন পরেই সিলেটের মাটিতে দুই হাজার রান পূর্ণ করলেন মুশফিক।
ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে মুশফিকের দুই হাজার রান হতে মাত্র এক রান কম ছিলো। অবশেষে সেই এক রান নিয়ে বিপিএল দুই হাজার রানের ক্লাবে নিজের নাম লেখালেন মুশি। বিপিএলে এখন পর্যন্ত ১২টি ফিফটি করেছেন মুশফিক।সেঞ্চুরি হয়নি। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৯৬ রান। যা চলতি বিপিএলে চট্টগ্রাম পর্বে রাজশাহী রয়ল্যাসের বিপক্ষে করেছেন।