Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ের পরেও খুলনার হার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৬:৫৯ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন টাইগার্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম।টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে ঢাকা প্লাটুন।

১৭৩ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ঢাকার বোলারদের সামনে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। শুরুতেই চার উইকেট হারিয়ে কঠিন চাপে মুশফিকরা। 

এক দিকে ব্যাটিং বিপর্যয় অন্য দিকে পাহাড় সমান রানের চাপ। এই দুই মিলিয়ে ম্যাচ ঢাকার নিয়ন্ত্রণে চলে যায়। এরপরে জাদরানের সাথে জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন মুশফিক। কিন্তু সেই জুটি ভেঙে যায় রান আউটে। খেলার ১৫ ওভারের মাথায় জাদরান দুই রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন।

তখন ৩০ বলে খুলনার ৭৩ রান দরকার হাতে ৫ উইকেট। এমন সময় ব্যাটিং ঝড় তোলেন মুশফিক। ঢাকার বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকে। তাঁর এমন ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে খুলনা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দেয় না ঢাকার বোলার হাসান মাহামুদ। ক্যাচ আউটের ফাঁদে ফেলিয়ে মুশফিককে মাঠ ছাড়া করেন তিনি।

মুশফিকের আউটের  পরেই জয় নিশ্চিত করে ফেলে ঢাকা। অবশেষে ১২ রানের জয় নিয়ে সিলেট পর্ব শেষ করেন মাশরাফিরা।

এর আগে, টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে ঢাকার দুই ওপেনার তামিম ও বিজয়। ৪৫ রানের জুটি গড়ার পর তামিম ২৫ রান করে ক্যাচ আউট হন। তামিমের বিদায়ের ১ ওভার পরেই বিজয় ১৫ রান করে এলবিডব্লিউ আউট হন। পরপর দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা।

এরপর মুমিনুল ও আরিফুলের ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় প্লাটুন। ব্যাট হাতে মুমিনুল করেন ৩৮ রান। এরপর আরিফুলের সাথে জুটি গড়ে আসিফ আলী খেলার শেষে তাণ্ডব চালান। ১৩ বল খেলে ৩৯ রান করেন তিন। 

Bootstrap Image Preview