দর্শক উত্তেজনা কম হবে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্সের ম্যাচে এমনটাই ধারণা করা হচ্ছিলো। কারণ চলতি বিপিএলে সিলেটের সেরা চারে খেলার সম্ভাবনা একে বারে শেষ। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ।কিন্তু সিলেটবাসীর ক্রিকেট ভালোবাসায় কানায় কানায় ভরে গেল গ্যালারির। নিরাস হলেন না কেউ, ৩৬ বলে পাঁচ ছক্কা ও ছয় চারে ৬৮ রানের দুর্দান্ত এক ব্যাটিং করলেন রংপুরের শেন ওয়াটসন।
হালকা শীত, সেই সাথে মেঘলা আকাশ। তাই টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন সিলেটের ক্যাপ্টেন আন্দ্রে ফ্লেচার।
টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করেন রংপুরের দুই ওপেনার নাইম শেখ ও শেন ওয়াটসন। দলীয় ৭৭ রানের মাথায় বাঁ-হাতি স্পিনার মনির হোসেনের বলে ভেঙে যায় এই জুটি।
বিপিএলে ছন্দে থাকা নাইম করেন ৩৩ বলে ৪২ রান। নাইমের বিদায়ের পর ডেলপোর্টের সাথে জুটি গড়ার চেষ্টা করেন ওয়াটসন। দ্বিতীয় এই জুটি থেকে আসে ৬১ রান।
এরপর খেলার ১৪ ওভারের মাথায় বোলিংয়ে চমক দেখান থান্ডার পেসার এবাদত হোসেন। নিজের তৃতীয় ওভারে ওয়াটসন ও ডেলপোর্টকে সাজ ঘরে পাঠান।
উইকেট হারালেও থেমে ছিলো না রংপুরের রানের গতি। গ্রেগরি , নবী ও রাব্বী তাদের ব্যাট থেকেও আসে ভালো রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে রংপুর। জয়ের জন্য সিলেটের ২০০ রান প্রয়োজন।