Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীদের পরীক্ষায় পাস করাতে শারীরিক সম্পর্ক গড়তে বলতেন শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


পরীক্ষায় পাস করার জন্য তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে ছাত্রীদের ‘ধমক’ দিতেন এক শিক্ষক। বিষয়টি নিয়ে ক্লাসে হুমকিও দিতেন তিনি। রাজেশ কুমার ভরদ্বাজ নামে ওই শিক্ষক তার জন্য বাড়ি থেকে মুরগিও নিয়ে আসতে বলতেন।

রাজেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ছে ছাত্রীরা। ভারতের ভারতের ছত্তিশগড়ের একটি স্কুলে ঘটেছে এ ঘটনা। দেশটির সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই শিক্ষক ছাত্রীদের রীতিমতো ধমক দিয়ে বলেছিলেন, শারীরিক সম্পর্ক গড়লেই কেবল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে।

এক ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোর করেছিলেন। এর জন্য জন্য তিনি হুমকিও দিয়েছিল।

আরেক ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাকে মুরগির মাংস আনার জন্য বলেছিলেন। আর তা না হলে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন।

এরপরই তার সঙ্গে ওই ছাত্রী কথা বলা বন্ধ করে দিলে তিনি ছাত্রীর মোবাইলে এর কারণ জানতে চেয়ে আবার একটি মেসেজও পাঠান।

তবে এ ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি বলেন, ‘আমি এমন কিছুই বলিনি। কিছু সময় হয়তো ছাত্রীদের সঙ্গে মসকরা করছিলাম। এর থেকে বেশি কিছু না।’

Bootstrap Image Preview