বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারকে ৩৮ রানে হারালো রংপুর রেঞ্জার্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও ওয়াটসনের ওপেনিং জুটিতে ৭৭ রান তুলে দারুণ শুরু পায় রংপুর।
নাঈম ৪২ রানে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন শেন ওয়াটসন। রংপুর অধিনায়কের ৩৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে ১৯৯ রানের স্কোর গড়ে উত্তরের দলটি।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি সিলেট। মাঝের দিকে ৩৭ বলে ৬০ রান করে একাই লড়েন রাশফোর্ড। মিথুন ৩০ আর ফ্লেচার ১৯ ছাড়া বাকিরা কেউ করতে পারেননি ১০ রানের বেশি।
শেষ পর্যন্ত ১৬১ রানে অলআউট হয়ে যায় সিলেট। এর আগের ম্যাচে খুলনা টাইগার্সকে ১২ রানে হারায় ঢাকা প্লাটুন।