Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের কুদস ফোর্সের নতুন প্রধান ইসমাইল কায়ানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১০:২৩ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১০:২৩ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে নিহত হওয়া ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলায়মানির পদে ইসমাইল কায়ানিকে নিয়োগ দেয়া হয়েছে।

সোলায়মানি নিহত হওয়ার পর তার পদে কায়ানিকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। খবর ইরানি নিউজ সাইট পার্সটুডের।

ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার পোস্ট করা এক বিবৃতিতে কায়ানিকে সোলায়মানির পদে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের শীর্ষ কমান্ডারদের একজন কায়ানি। তিনি অনেক বছর কুদস ফোর্সে সোলায়মানির পাশে থেকেছেন।

এতে আরও বলা হয়, কুদস ফোর্সের সব কর্মসূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া নতুন কমান্ডারকে সর্বোচ্চ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন খামেনি।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে সোলায়মানির গাড়িবহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে তিনিসহ কয়েকজন নিহত হন।

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলায় নিহত হয়েছেন সোলায়মানি।

অন্যদিকে সোলায়মানির মৃত্যু উপলক্ষে দেয়া এক শোকবার্তায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

Bootstrap Image Preview