আজ শেষ হচ্ছে সিলেট পর্ব। শেষ দিনে মাঠে নামছে হট ফেভারিট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। প্রথম পর্বে খুলনার কাছে বড় ব্যবধানে হারা চট্টগ্রামের কাছে ম্যাচটি প্রতিশোধ নেয়ার। অন্যদিকে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে হারা খুলনার লক্ষ্য জয়ের ধারায় ফেরা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আরেক ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডারের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
সিলেটে পা রেখেই ছন্দ হারিয়েছে খুলনা টাইগার্স। অধিনায়ক মুশফিকুর রহিমের লড়াকু ফিফটির পরও ঢাকা প্লাটুনের কাছে হেরেছে খুলনার টাইগাররা। ফলাফল পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়া।
আসরের এ পর্যায়ে প্রতিটি ম্যাচই পাচ্ছে বাড়তি গুরুত্ব। এখান থেকে পা হড়কালেই বিপদ। প্রতি ম্যাচ শেষেই কষা হচ্ছে হিসেব নিকেশ। তাই যা করার করতে হবে বুঝেশুনে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নামার আগেও নিশ্চয়ই এসব ভাববে খুলনা। একই ভাবনা চট্টলার দলটির মনেও। দুই দলই আছে টেবিলের পাশাপাশি। যারা জিতবে তারা এগুবে, যারা হারবে তারা পেছাবে। সহজ হিসেব।
আসরের শুরু থেকে দারুণ ধারাবাহিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হোঁচট খেয়েছে মাঝপথে এসে। সবশেষ ম্যাচে হেরেছে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে। যদিও প্লে অফ খেলার ভালোই সম্ভাবনা আছে ইমরুল কায়েসদের।
মুশফিকুর রহিম-রাইলি রুশোরা ফর্মে থাকলেও খুলনাকে ভাবাচ্ছে টপঅর্ডার। অতিরিক্ত পরীক্ষানিরীক্ষাই কাল হয়ে দাঁড়াচ্ছে দলটির জন্য। অন্যদিকে সিমন্স-ওয়ালটনদের পাশাপাশি দারুণ ছন্দে আছেন ইমরুল কায়েস-জুনায়েদ সিদ্দিকীরা। মেহেদি রানা-রুবেল হোসেন-লিয়াম প্লাঙ্কেটরাও আস্থার প্রতিদান দিচ্ছেন প্রতিনিয়ত। ফলে সিলেটের দর্শকরা কাল জমজমাট একটি ম্যাচ উপভোগ করতে পারেন।
তবে সিলেটের দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকার কথা যাদের তারা কিন্তু মোটেই কথা রাখতে পারছে না। সিলেট থান্ডারের এবারের আসরের পারফরম্যান্স ভয়াবহ। শেষ হয়ে গেছে প্লে অফে খেলার আশা। এমন অবস্থায় দর্শকদের খানিকটা বিনোদন দেয়াই হয়তো মূল লক্ষ্য ফ্লেচার-মিঠুনদের।
তবে প্রতিপক্ষ রাজশাহী রয়্যালসের কাছে অতোটা হালকা নয়। প্লে অফের রেসে বেশ ভালোভাবেই আছে রাজশাহীর। সিলেটে এসে ফিরেছে জয়ের ধারায়ও। সেটি ধরে রেখে পরের পর্বে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রাসেল বাহিনীর।