Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন অস্ত্রে রুশোকে বধ করেছেন হাসান মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন রাইলি রুশো। তবে খুলনা টাইগার্সের এই ব্যাটসম্যান ঢাকা প্লাটুনের বিপক্ষে জ্বলে উঠতে দেননি পেসার হাসান মাহমুদ। নিজের নতুন ডেলিভারি দিয়ে রুশোকে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মাহমুদ।

ব্যাকহ্যান্ড স্লোয়ারের মাধ্যমে রুশোকে ফেরান হাসান। যে ডেলিভারিটি ইমার্জিং কাপ থেকে আয়ত্তে আনার চেষ্টায় ছিলেন তিনি। খুলনার বিপক্ষে ম্যাচটিতে পেয়েছেন সাফল্য।

রুশোকে মাত্র ১৮ রানে বিদায় করা হাসান ম্যাচ শেষে বলেন, 'ওটা ইমার্জিং কাপ থেকেই এই ব্যাকহ্যান্ডটা প্র্যাকটিস করছি। এখানে বিজয় ভাই অনেক সাহায্য করছে পেছন থেকে। ওনাকে একটু অনুসরণ করেছি। 

এটা অবশ্যই সেরা ডেলিভারি ছিল। আমার প্ল্যান ছিল স্টাম্প টু স্টাম্প টু বল করার। যেহেতু সে বাইরের বল ভালো খেলে। তাই এটাই চেষ্টা করেছি। চারটি উইকেটের মধ্যে রুশোর উইকেটটি সবচেয়ে ভালো লেগেছে।'

ম্যাচে মাত্র ৩২ রান খরচায় চার উইকেট নেন রুশো। তাঁর অসাধারণ পারফরম্যান্সে ১২ রানে ম্যাচ জেতে ঢাকা। এবারের বিপিএলে গতির ঝড় তোলা হাসান জানালেন, অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের নিয়মিত অনুসরণ করেন তিনি।

তিনি আরও বলেন, 'পেস বোলারদের মধ্যে জোরে বল করে যারা তাদের ফলো করি, যেমন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এরপর জনসন। অনেক বোলারই আছে যারা জোরে বল করে তাদের।'

Bootstrap Image Preview