৮ ম্যাচে ২ জয় নিয়ে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল রংপুর রেঞ্জার্স। কিন্তু নিজেদের নয় নম্বর ম্যাচে সিলেট থান্ডারকে ৩৮ রানে পরাজিত করে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন দলটি। একই সঙ্গে টুর্নামেন্টের প্লে অফের স্বপ্নও জিইয়ে রেখেছে তারা।
জয়ের ধারায় ফেরার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রংপুর শিবির। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম জানান প্রায় ভুলতে বসা এই জয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে তাদের। এবার হাতে থাকা বাকি ৩ ম্যাচেও জয় পেতে উদগ্রীব রংপুর।
সংবাদ সম্মেলনে জহুরুল বলেন, 'আমরা আসলে জেতার জন্য খেলছি প্রতিটি ম্যাচ। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমরা জিতলে যে আনন্দটি পাচ্ছি ড্রেসিং রুমে এর তুলনা হয় না। কারণ আমরা জেতা প্রায় ভুলেই গিয়েছিলাম। এটা আসলে অনেক উপভোগ করছি।'
বাকি তিন ম্যাচ জিতলেও অবশ্য প্লে অফ নিশ্চিত হবে না রংপুরের। এর জন্য তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। অবশ্য জহুরুল এসব নিয়ে না ভেবে টানা সবগুলো ম্যাচে জয়ের প্রত্যাশা করছেন।
তাঁর ভাষ্যমতে, 'টুর্নামেন্টের শেষে কি হবে জানি না তবে আমরা যদি ছয়টা জয় দিয়ে শেষ করতে পারি তাহলে সেটা অনেক বড় অর্জন হবে। আমরা প্রথমে ছয় ম্যাচে একটিতে জিতেছলাম। শেষে যদি আমরা ১২ ম্যাচে ছয়টা জিতি তাহলে এটা বেশ ভালো একটা সমীকরণ হবে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যেতে নয়া পারলেও আমাদের জন্য বিরাট একটা অর্জন হবে এটা।'